কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী। এ বাঁধ নির্মাণ হলে নদী পাড়ের দুই ইউনিয়নের অন্তত ১৫ হাজার মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কাজের উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রোকুনুজ্জামান শাহীন।
স্থানীয়রা জানান, চিলমারী ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবারের বসবাস। গত বন্যায় এ অঞ্চলে প্রায় ১ হাজার আবাদী জমি ও ১২৫টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ ছাড়া নদী ভাঙনের হুমকির মুখে আছে দুটি কমিউনিটি ক্লিনিক, সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জুনিয়র হাই স্কুল ও মসজিদ-মাদরাসাসহ কয়েক হাজার বসতবাড়ি। এসব স্থাপনা ও জমি রক্ষায় সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণকাজ শুরু করেন।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের মানুষ নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব। এখনো এ ইউনিয়নের চার ওয়ার্ড নদী ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে কাজ করছি।