দৈ. কি.ডেস্ক : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ঐ কটূক্তির প্রতি বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করছে তারা উগ্রতার পরিচয় দিচ্ছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়।
বক্তারা আরো বলেন, যারা এই জঘন্যতম কাজের সাথে জড়িত তাদের ভারতীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্বের কোনো জায়গায় উগ্রতা দেখতে চাই না। সম্প্রীতির পৃথিবী গড়তে চাই। যদি না করা হয় তাহলে ‘চলো মুম্বাই’ কর্মসূচির মতো আমরাও ঢাকা টু মুম্বাই কর্মসূচি দিব। এসময় বক্তারা বাংলাদেশ সরকারকে অফিশিয়ালি এই কটূক্তির নিন্দা জানাতে আহ্বান জানান।