ঢাকা৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

ভৈরবে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু

admin
নভেম্বর ২৭, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শেষ বিকালে পৌর শহরের রানীবাজার এলাকার ৭ তলা একটি বিল্ডিং থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী গাজিপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)। এছাড়াও নিপা রাণী বিশ্বাস ছয় মাসের অন্তঃসত্ব ছিলেন।

স্থানীয়রা জানায়, পৌর শহরের রানীবাজার ধোপাঘাট এলাকায় ৩ মাস আগে মৃত শাজাহান মিয়ার বিল্ডিং বাড়িটিয়া হিসেবে উঠে। জনি স্থানীয় একটি ওয়াকসপে কাজ করতেন। প্রতিদিন সকালে সে কাজে বের হয়। কিন্তু দুপুর হয়ে গেলেও তাদের দরজা না খুলায় দুপুর ৩ টার দিকে নিচ থেকে মানুষ এনে দরজা ভেঙ্গে ডুকলে তাদের মরদেহ পরে আছে দেখা যায়। কিন্তু কি কিভাবে ঘটনাটি ঘটেছে তা কেউ জানেন না। ভৈরব থানার ওসি শাহিন জানায়, আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে আসি। ধারণা করা হচ্ছে স্ত্রী ও ছেলেমেয়ে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছে।

এদিকে, একই পরিবারের চারজনের মৃত্যুর ঘঠনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।রহস্যজনক এই ঘটনায় হতবাক আশপাশের বাসিন্দারাও। প্রতিবেশীর এমন কিছু মৃত্যু যেন মানতে পারছে না কেউই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।