দৈ. কি.ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব উপজেলা পৌর ও কলেজ শাখা ছাএদলের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৪ জানুয়ারি ১০টায় ভৈরব পৌর গালর্স স্কুলের সামনে থেকে হাজার হাজার ছাএদলকর্মী সমর্থক নিয়ে এই শোভাযাএাটি শুরু হয়।
উক্ত শোভাযাএায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব কুলিয়ারচরের গনমানুষের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ।এছাড়া উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ছাএদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ ,,সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ পৌর ছাএদলের আহ্বায়ক হিসাম রহমান ,,সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী কলেজ শাখা ছাএদলের আহ্বায়ক হামি ও সদস্য সচিব আকাশ।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিনপট্রি এসে থামেন।
পরে টিনপট্রি এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা ছাএদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কিশোরগন্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম
সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ভৈরব পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র হাজী শাহিন সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান ভৈরব উপজেলা ছাএদলের সাবেক সভাপতি যোবায়ের আল মাহমুদ আফজাল ,,ভৈরব পৌর ছাএদলের আহ্বায়ক হিসাম রহমান সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভৈরব উপজেলা ছাএদলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ ।