প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৩:২২ অপরাহ্ণ
ভৈরবে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞান করার অভিযোগ
দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে ক্লাসে স্কুল ড্রেস না পরায় মো. নুরনবী নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদেকপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্র উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের চৌধুরী বাড়ির ছালেক সরকারের ছেলে।
আহত শিক্ষার্থী নুরনবী বলেন, ‘স্কুল ড্রেস না পরে ক্লাসে আসায় আমাকে বেত দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শিক্ষক। এই সময় আমি চিৎকার করেও শিক্ষকের অমানবিক নির্যাতন থেকে রেহাই পাইনি।’
ওই শিক্ষার্থীর মা রিনা বেগম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন নুরনবীকে পিটিয়ে আহত করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। একজন শিক্ষক এভাবে পেটাতে পারে না। পরে আহত অবস্থায় নুরনবীকে সহপাঠীরা ও এলাকার কয়েকজন মিলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছান্দানীর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি স্বীকার করে বলেন, ‘আমরা সকল শিক্ষক বিদ্যালয়েই ছিলাম। আসলে ছাত্রকে এভাবে পেটানো ঠিক হয়নি। আমি শিক্ষার্থীর বাড়িতে গিয়েছিলাম, পরিবারের সঙ্গে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি।
স্থানীয় কয়েকজন মুরুব্বি ও স্কুলের অভিভাবক সদস্যদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফী বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, ২০১০ সালের ৯ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
Copyright © 2024 Dainik Kishoreganj. All rights reserved.