দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে সাদপন্থীদের গ্রেফতার দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিষিদ্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বুধবার মধ্যরাতে টঙ্গীতে ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর নৃশংস হত্যাযজ্ঞ জড়িত হামলা কারী সাদ পন্থীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিষিদ্ধের দাবীতে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। তৌহিদী জনতার আয়োজনে শনিবার( ২১ ডিসেম্বর) দুপুরে শহরের নিউটাউন মোড়ে ভৈরব মারকাযের শূরা সদস্য হাজী মুহাম্মদ মুছার সভাপতিত্বে এবং ইমাম উলামা পরিষদ ভৈরব এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমীন ও মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মারকাযের শূরা সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, শাহী মসজিদে মুফতি উমর ফারুক, কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ কাসেমী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাদপন্থীরা ভারতীয় র এবং ইসরায়েলের মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কোন মুসলমান নয়। তারা ইহুদীদের মতো এদেশের আলেম- উলামাদের হত্যা করছে। তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে নিষিদ্ধ করতে হবে। তা না হলে দেশকে অচল করে দেয়া হবে বলে সরকারকে হুশিয়ারী দেন। পরে দেশ ও জনগণের কল্যাণে দোয়ার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করা হয় ।