কিশোরগঞ্জের ভৈরবে কোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলা সদরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন-পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর আদর্শপাড়া গ্রামের বাসিন্দা আলামিন হাওলাদার (৪০) ও সুনামগঞ্জ জেলার সদর উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. আক্তার হোসেন (২২)।
ভৈরব সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযানে ভারতীয় অবৈধ শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে (বুধবার) ভোরে উপজেলার নিউটাউন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যানসহ আলামিন হাওলাদার ও মো. আক্তার হোসেনকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ৯৪ বস্তা (৩ হাজার ৩৫০) ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।