দৈ. কি.ডেস্ক : স্নিগ্ধ শীতের সকালে, পড়ন্ত দুপুরে কিংবা আবছায়া গোধূলির ফুরফুরে মেজাজে পিঠা খেতে কার না ভালো লাগে, শুধু এক প্রকার নয়, হরেক রকমের পিঠার আয়োজন যদি হয়ে থাকে কোনো স্টলে, এমনই পাঁচ দিনের আয়োজন করেছেন হোসেনপুরের আশুতিয়ার এলাকাবাসী মহান বিজয় দিবস উপলক্ষে।
শনিবার ২১ ডিসেম্বর দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা পাঁচ দিনের এই পিঠা ও ফার্নিচার মেলা উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাসেম সবুজ,সাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন গোলাপ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেহাল গ্রীন পার্কের ব্যবস্থাপনা পরিচালক উসমান গনি বলেন গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে লক্ষ্য করা যায় প্রায় ৭০ প্রকারের পিঠার সমাবেশ। এদের ভিতর উল্লেখযোগ্য চিতই, ভাপা, পুলি,তক্তি, নকশি পিঠা, ডিমের পুডিং,পাটি সাপটা, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, দুধ খেঁজুর, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরন, গোকুল পিঠাসহ হরেক রকমের রসালো পিঠা।
এ সময় হোসেনপুর উপজেলা শাহেদল ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ কালচারাল একাডেমীর শিল্পীবৃন্দ গান ও নিত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি কিশোরগঞ্জ কালচারাল একাডেমীর পরিচালক মাসুদুর রহমান মিলন পরিচালনা করেন।