দৈ.কি.ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের মারধরে ইয়াসিন মিয়া (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যুর ঘটনায় পুলিশের চার সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাদের কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ সদস্যরা হলেন এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. মোস্তুফা মিয়া, এএসআই নাহিদ হাসান ও কনস্টেবল আশরাফুল ইসলাম।
গত ৬ জানুয়ারি রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মাদককারবারি লিটন মিয়ার বাড়িতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইয়াসিন মিয়া নামে এক অটোরিকশাচালক অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে পুলিশ ইয়াসিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত ইয়াসিনের পরিবারের লোকজন অভিযোগ তুলেছেন পুলিশের পিটুনিতে তার মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, কটিয়াদীতে অটোরিকশাচালক ইয়াসিন মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে আনা হয়েছে।