মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (০৩ মার্চ) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মো. রাজালি ইসমাইল মালয়মেইলকে জানিয়েছেন, তাঁরা রাত ১০টা ৫৩ মিনিটে এ বিষয়ে জানতে পারেন।
তিনি বলেন, ‘কাজাং স্টেশন থেকে পাঁচজন দমকলকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ট্রেনের ধাক্কা খেয়ে তাঁরা পাশে ছিটকে পড়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করে।
’ রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।