ঢাকা৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেঝেতে পড়েছিল নবজাতক!

admin
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : গতকাল  সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন সরকারিভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি ডেলিভারি কক্ষের মেঝে থেকে আনুমানিক দু’দিন বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষ।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা জানান, সোমবার বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন আয়া ডেলিভারি কক্ষ পরিষ্কার করতে যান। এ সময় ঐ কক্ষের মেঝেতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে এ ঘটনা তাদেরকে জানান। খবর পেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ও অন্য কর্মচারীরা গিয়ে ওই নবজাতককে উদ্ধার করে।
চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে তাকে নিবিড় পরিচর্যা দেয়া হচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি অন্য এক নারীর দুধ পান করানো হয়েছে। তবে শিশুটির পরিচয় কিংবা ডেলিভারি কক্ষের মেঝেতে কি করে সে এলো তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার তাসলিমা আক্তার বৃষ্টি জানান,গতকাল  বিকেল পৌনে চারটার দিকে একজন আয়া ডেলিভারি কক্ষ ঝাড়ু দিতে যান। এ সময় ঐ কক্ষের মেঝেতে একটি নবজাতক পড়ে থাকতে দেখে তিনি আমাদেরকে বিষয়টি অবহিত করেন। আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শিশুটির সুস্থ এবং ভালো আছে জানিয়ে ডাক্তার তাসলিমা আক্তার বৃষ্টি জানান, পুলিশ ও সমাজসেবা অধিদফতরকে বিষয়টি জানানো হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।