ঢাকা১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, দুই বছর পর ফিরছেন আইরিন

admin
ডিসেম্বর ৬, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। প্রথম সিনেমা নয়া মানুষ নিয়ে বড় পর্দায় আসছেন এই তরুণ নির্মাতা। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদ।
২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপারসাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত কাজ বন্ধ হয়েছিল। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শুটিং শুরু হয়। ১২ এপ্রিল শুটিং শেষ হয়েছে।
২৩ অক্টোবর বিনা কর্তনে সার্টিফিকেশন সনদ পেয়েছে নয়া মানুষ। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি দর্শকের সামনে আসছে।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প “নয়া মানুষ” গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’
নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি।’

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

প্রায় দুই বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাগজ। মাঝে প্রায় দুই বছরের বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।
দুনিয়া পরিচালনা করেছেন চিত্র পরিচালক সাইফ চন্দন। এর আগে সাইফের পরিচালনায় ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল–এও অভিনয় করেছেন আইরিন।

আগে সিনেমার নাম ছিল টার্গেট; পরে ছবিটির নাম পরিবর্তন করে দুনিয়া রাখা হয়েছে। ছবিটি মুক্তি নিয়ে আইরিন গতকাল প্রথম আলোকে জানান, একে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। একটি চরিত্র আধুনিক; শহুরে। আরেকটি চরিত্র মফস্‌সলের মেয়ে।

আইরিন বলেন, ‘আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’ মাঝে নিয়মিত পাওয়া যায়নি আইরিনকে। চাকরি নিয়েছিলেন, বছরখানেক আগে চাকরি ছেড়েছেন। অভিনয়ের ফাঁকে ভ্লগিং করছেন এই অভিনেত্রী।

‘দুনিয়া’ সিনেমায় মিশা সওদাগর, নিরব, অমৃতাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

নভেম্বরের দরদ, ৩৬-২৪-৩৬সহ ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। ডিসেম্বরেও কয়েকটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে প্রিয় মালতী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ফ্রেম পার সেকেন্ড ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।

২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের হাসি–কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত চলচ্চিত্র মধ্যবিত্ত। ছবিটি পরিচালনা করেছেন তানভীর হাসান। এতে মাসুম আজীজ, সমু চৌধুরী, বড়দা মিঠুসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।