ডেস্ক: লিওনেল মেসির পর এবার হত্যার হুমকি পেলেন আনহেল ডি মারিয়া। সোমবার (২৫ মার্চ) রোজারিওর সান্তা ফে’তে তার বাড়ির দরজার সামনে চিরকুটে বার্তা দিয়ে এই হুমকি দেয় সন্ত্রাসীরা। গত বছর এরকম এক চিরকুটেই হত্যার হুমকি পেয়েছিলেন মেসি।
লিওনেল মেসির জন্মস্থান রোজারিওতে জন্ম আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়ার। জন্মভূমি থেকেই এবার দুর্বৃত্তদের হুমকি পেলেন তিনি। আর্জেন্টিনার এই শহরটিতে ফিরলেই তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বার্তা সংস্থা রয়টার্স আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত জানিয়েছে।
আর্জেন্টিনার সব শহরের মধ্যে রোজারিওতেই খুনের হার সবচেয়ে বেশি। সেখানে মৃত্যুর হুমকি সাধারণ ব্যাপার। রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া।
বলেছিলেন, বিষয়টি ভবিষ্যতে তার রোজারিও সেন্ত্রালে ফেরার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এক সপ্তাহের মধ্যে ঘটলোও ঠিক তাই। দেশে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা মিডফিল্ডার যেখানে থাকেন, রোজারিওর সান্তা ফে প্রদেশের সেই বাড়ির দরজার সামনে সোমবার ভোরে কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুঁড়ে দেওয়া হয় গাড়ি থেকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যাগের ভেতর চিরকুটে ডি মারিয়াকে বাড়ি না ফেরার হুমকি দেওয়া হয়েছে। তার বাবাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’ । ২০০৫ সালে রোজারিও সেন্ত্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা ডি মারিয়ার আর্জেন্টাইন ক্লাবটিতে ফেরার গুঞ্জন শুরুর পরেই হত্যার হুমকি পেলো তার পরিবার।
গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল সেই সন্ত্রাসীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।