দৈ. কি.ডেস্ক : দুবাই থেকে ত্রিচি বিমানবন্দরে সফরকালে এক যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ লাখ রুপির স্বর্ণ। ওই যাত্রী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে করে ভারতে আসছিলেন। তাকে গ্রেপ্তার করে আরও তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দরে এ ঘটনা ধরা পড়ে। সেখানে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা ওই ব্যক্তির পায়ুপথ থেকে ৮৭৭ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ উদ্ধার করেন। এর মূল্য ৭০ লাখ ৫৮ হাজার রুপি। কর্মকর্তারা বলেছেন, এই স্বর্ণ তিনটি প্যাকেটে করে বহন করা হচ্ছিল। পেস্টের মতো জিনিসপত্রের সঙ্গে তিনটি প্যাকেটে এর ওজন ছিল ১০৮১ গ্রাম। এর আগে গত মাসে একই বিমানবন্দরে একজন যাত্রীর কাছ থেকে ৪১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কর্মকর্তারা।
এর মূল্য ২৬ লাখ ৬২ হাজার রুপি। ওই আরোহী সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন।