ঢাকা১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর–দীপিকার ঘরে আসছে নতুন অতিথি

admin
মার্চ ১, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের পর তাঁদের প্রেম নিয়ে অনেক কথাই ফাঁস করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তবে একটা কথা রয়ে গেছে অজানাই—প্রেম গোপন রাখতে ঠিক কী কৌশল নিয়েছিলেন দুই তারকা? ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন, তাঁদের প্রেম নিয়ে বিস্তর খবর হয়েছে কিন্তু দীপিকা বা রণবীরের কেউই আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা স্বীকার করেননি। বিয়ের পর একেবারে ছবি দিয়ে সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। বিয়ের পরও ‘শান্তি’ নেই, প্রতিদিনই শুনতে হয়েছে সেই বহুল চর্চিত প্রশ্ন—সংসারে নতুন অতিথি আসছে কবে? দিন দশেক আগে ভারতীয় গণমাধ্যম দ্য উইক প্রথম বোমা ফাটায়—মা হচ্ছেন দীপিকা। এরপর নানা গুঞ্জন, ফিসফাস। অবশেষে গতকাল খবরটি আনুষ্ঠানিকভাবে জানালেন এই তারকা দম্পতি।
বিয়ের ছয় বছর পর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির কোল আলো করে প্রথম সন্তান আসছে। গতকাল বৃহস্পতিবার সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানান, সেপ্টেম্বরেই তাঁদের সন্তানের জন্ম হবে।
তাঁরা এদিন একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়। অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪। ছবিটি পোস্ট করে দীপিকা কেবল প্রণামের ইমোজি পোস্ট করেছেন।
সুখবরটি প্রকাশ্যে আসার পর বলিউডে রীতিমতো আনন্দের ধুম লেগেছে। মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা জানিয়েছেন।
শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন; ভালোবাসেন রণবীর সিংও। বিয়ের পর নাকি অ্যালবাম খুলে দীপিকার শৈশবের ছবি মুগ্ধ হয়ে দেখতেন রণবীর। রণবীরের ভাষ্যে, ‘দীপিকা শৈশবে খুব মিষ্টি বাচ্চা ছিল।’
‘আমি তো প্রতিদিন ওর (দীপিকা) ছোটবেলার ছবি দেখি। বলতাম, এমন একজনকে দাও, যে আমার জীবনটা সেট হয়ে যাবে।’ বিয়ের তিন বছর পর ২০২১ সালে কালারস টিভির ‘দ্য বিগ পিকচার’ অনুষ্ঠানে বলেছিলেন রণবীর সিং।
বিয়ের পর ২০১৮ সালে ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভে যোগ দিয়েছিলেন রণবীর সিং। সন্তান নিয়ে তাঁর পরিকল্পনা কী—এমন একটি প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘বিষয়টি পুরোপুরিই দীপিকার ওপর ছেড়ে দিয়েছি। বেশির ভাগ সিদ্ধান্তের ভার তার ওপরই ছেড়ে দিয়েছি।’
পরের বছরই দীপিকার সন্তানধারণের গুঞ্জন রটে। বিষয়টি নিয়ে দীপিকা বলেছিলেন, ‘আমাদের অবশ্যই সন্তান নেওয়ার ইচ্ছা আছে। তবে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে না।’
শিশুদের প্রতি দীপিকার অনুরাগ কতটা প্রবল, তা বিয়েরও পাঁচ বছর আগেই জানিয়েছিলেন দীপিকা। তখন সবে রণবীরের সঙ্গে প্রেম প্রেম ভাব। এর মধ্যেই ২০১৩ সালে সমালোচক রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে জানি না কী করতাম। তবে সম্ভবত আমার আশপাশে কিছু বাচ্চা থাকত।’
এ বছরের জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারেও সন্তানধারণের ইঙ্গিত দিয়েছিলেন দীপিকা। অভিনেত্রী বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে খ্যাতি ও অর্থ পাওয়া সহজ। এর মাধ্যমে নিজেকে দূরেও সরিয়ে নেওয়া যায়। তবে বাড়িতে আমাকে তারকা ভাবে না কেউ। আমি প্রথমে একজন নারী, তারপর বোন। আমি ও রণবীর চাই আমাদের সন্তানকেও সে মূল্যবোধে বড় করতে।’
দীপিকাকে প্রশ্ন করা হয়, তাহলে নিশ্চয় শিগগিরই মা-বাবা হচ্ছেন আপনারা? অভিনেত্রীর জবাব, ‘অবশ্যই আমি আর রণবীর বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব আমরা।’
দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে গত জানুয়ারিতে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে। ভবিষ্যতে তাঁকে সিংহাম অ্যাগেইন, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা যাবে। অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন কি না, তা অবশ্য জানাননি অভিনেত্রী। অন্যদিকে রণবীর সিংকে ভবিষ্যতে ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।