শক্তি-সামর্থ্যে এস.এস. ল্যাজিওর চেয়ে যোজন যোজন এগিয়ে বায়ার্ন মিউনিখ। মাঠেও দেখা গেলো বাভারিয়ানদের দাপট। তবে শেষ হাসি হাসতে পারেনি বায়ার্ন। উল্টো জয় তুলে নেয় ল্যাজিও। বুধবার রাতে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারায় স্বাগতিক ল্যাজিও।
ল্যাজিওর মাঠে গোটা ম্যাচে আধিপত্য দেখায় বায়ার্ন মিউনিখ। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৭টি শট নেয় বাভারিয়ানরা। বিপরীতে ৩৯ শতাংশ বল দখলে রাখা ল্যাজিও শট নেয় ১১টি।
ম্যাচের ৬৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পটকিকে জয়সূচক একমাত্র গোলটি করেন ল্যাজিওর ইতালিয়ান স্ট্রাইকার সিরো ইম্মোবিলে। ল্যাজিওর আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সে কড়া ট্যাকেল করেছিলেন দায়োত উপেমেকানো। এতে ফরাসি ডিফেন্ডারকে লাল কার্ড দেখিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।
আগামী ৫ই মার্চ বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতিথ্য নেবে ল্যাজিও। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে সেই ম্যাচে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে বায়ার্নকে।