ঢাকা২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ

admin
ডিসেম্বর ৩, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :   কিশোরগঞ্জের করিমগঞ্জে শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠ দখল করে মাছের খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। এর প্রতিবাদে উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে।

এলাকাবাসী জানিয়েছে, শত বছরের পুরনো আতকাপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ ছাড়াও এটি খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। করিমগঞ্জ-তাড়াইল রাস্তার পাশে অবস্থিত ঈদগাহ মাঠে আতকাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও খেলাধুলা করেন। পাশাপাশি মাঠটি কৃষি কাজেও ব্যবহার করেন অনেকে।  এক একর ৩৪ শতাংশ আয়তনের মাঠটির আরএস রেকর্ডও ঈদগাহের নামে।

কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির নিজের নামে মাঠ রেকর্ড করে গত ২৯ নভেম্বর লোকজনসহ ভেকু দিয়ে মাঠের মাটি কেটে মৎস্য খামার তৈরির কাজ শুরু করেন। আর এতে এলাকাবাসী বাধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে দখলের অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করা মুক্তিযোদ্ধা আনিস ফকির জানান, প্রশাসনের সহযোগিতায় মাঠের মাটি কেটে ফিসারি তৈরি করছেন। তার পরিবারেরও দাবি, দীর্ঘদিন অনাবাদী অবস্থায় পড়ে থাকা জমিতে কৃষি কাজের জন্য গেলে বাধা দেন এলাকাবাসী।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে বাদল মিয়া নামে এক ব্যক্তি রোববার (১ ডিসেম্বর) আদালতে আবেদন করলে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করিমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও করিমগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।