ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’ সিনেমাটি। এতে শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গেছে মাহিয়া মাহিকে। এমন চরিত্রে অভিনয় করে প্রশংসিত তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
মাহিকে বৃদ্ধ চরিত্রে মানানসই করে তুলতে আয়োজন করা হয়েছিল মহা কর্মযজ্ঞের। ভারত থেকে আনা হয়েছিল মেকআপম্যান। এ কাজেই নায়িকাকে সময় দিতে হতো পাঁচ ঘণ্টা। তবুও অনেকে জানিয়েছেন আরও ভালো হতে পারত মেকাপ। তবে মাহি তেমনটি মনে করছেন না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল।’
সে সময় মাহিকে নিয়ে এই চরিত্রের শুটিং অনেকটা গোপনে করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তখন কেউ মুখ খোলেননি। তবে ছবিটি মুক্তির আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পর্দায় দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। ছবি মুক্তির পর মাহির চরিত্রটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। কেউ বলছেন বৃদ্ধ মায়ের চরিত্রে মাহি ভালোই করেছেন। তবে মেকআপটা আরেকটু ভালো হতে পারত। আবার কেউ কেউ বলছেন নায়িকা মাহিকে এভাবে মায়ের চরিত্রে অভিনয় করা ঠিক হয়নি।
চরিত্রটি নিয়ে নিজের অভজ্ঞতা ব্যক্ত করে মাহি বলেন, ‘ছবিতে সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের যে আবেগ, আকুতি থাকে তা ফারিশকেই মনের সামনে ধরেছিলাম। ফলে সহজেই চরিত্রটি তুলতে পেরেছি।’