শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা। নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন নায়িকা। এখন বিশ্রামে আছেন। এ সিনেমায় একজন স্কুলশিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন শিলা।
এ বিষয়ে শিরিন শিলা জানান, নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে যায়, ফলে কথা বলতে পারছি না। ডাক্তার কয়েক দিন বেড রেস্টে থাকতে বলেছেন। তাই এখন বিশ্রাম নিচ্ছি। একটু সুস্থ হলে আবারো কাজে ফিরব।
‘যাযাবর’ সিনেমার গল্প নিয়ে নায়িকা বলেন, ‘বাবা স্কুলশিক্ষক। মা অসুস্থ। বলতে পারেন, এটি একটি সংগ্রামী চরিত্র। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করছি।’
শিলার বিপরীতে অভিনয় করছেন আরজু। এ সিনেমার পরিচালক তাজু কামরুল।
এদিকে শিরিন শিলার আরও তিনটি সিনেমার শুটিং চলছে। সিনেমাগুলো হলো- ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’।
জানা গেছে, ঈদে তার অভিনীত নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তি পাচ্ছে।