দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফয়েজ উল্লাহ নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
হস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতা পৌর বিএনপির সদস্য ফয়েজ উল্লাহ ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভৈরব পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভৈরব পৌর শাখার অধীনে ১ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ভৈরব পৌর শাখার সব পর্যায়ের নেতাকর্মীদেরকে মো. ফয়েজ উল্লাহর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।