দৈ. কি.ডেস্ক : আজ শেষ হলো বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল যাত্রা। জাতীয় দলের খেলা থাকায় চলতি মৌসুমে তাকে আর দেখা যাবে না আইপিএলে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই বাঁহাতি পেসার শেষ ম্যাচেও দেখালেন তার কাটারের কারিশমা। কোনো উইকেট না পেলেও আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ মেডেনসহ ৪ ওভারে খরচ করেন মাত্র ২২ রান।
আজ আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে চেন্নাই। দলটির করা ১৬২ রান ২.১ ওভার হাতে রেখেই টপকে যায় পাঞ্জাব। তবে দল হারলেও ফিজ ঠিকই দুর্দান্ত বোলিং করেন।
নিজের শেষ ম্যাচে বল হাতে প্রথম ওভারে দেন ৩ রান, তবে পরের ওভারেই ১০। ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে ফিরেই করেন মেডেন ওভার। এবারের আইপিএলের একমাত্র বিদেশি বোলার ও চেন্নাইয়ের প্রথম বোলার হিসেবে মেডেন ওভার করেছেন তিনি। এরপর
শেষ ওভারে রান দিয়েছেন ৯, যার মধ্যে চারটিই ওয়াইড।
সবমিলিয়ে এবারের আসরে ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। যেখানে ১৪ উইকেট শিকার করেন তিনি।
শুরুর দিকে সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপ বেশ কিছু ম্যাচে তার মাথাতেই ছিল।