প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
শেয়ারবাজারে বড় উত্থান
দৈ. কি.ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আরো চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। গতকাল রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
অধ্যাপক শিবলী দ্বিতীয় দফায় বিএসইসির চেয়ারম্যান হওয়ার সংবাদ আসার দিনে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সব মূল্যসূচকের বড় পতন হয়েছে। দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এক ডজন প্রতিষ্ঠান।
অধ্যাপক শিবলী দ্বিতীয় দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন, চলতি মাসের শুরুতেই এমন গুঞ্জন শোনা যায়।তবে তাঁর পুনর্নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় বাজারে নানা গুঞ্জন ছড়ায়। শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি আরো কয়েকটি ইস্যুতে শেয়ারবাজারে অব্যাহত দরপতন হয়।
ঈদের পর গতকালের আগ পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হওয়া ৯ কার্যদিবসের মধ্যে আট কার্যদিবসেই দরপতন হয়
এ পরিস্থিতিতে রবিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টি প্রতিষ্ঠানের। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫৬১৫ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১৯৯৬ পয়েন্টে অবস্থান করছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকার। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ১০ লাখ টাকা।
Copyright © 2024 Dainik Kishoreganj. All rights reserved.