শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছেন বলে শোনা যাচ্ছে। সাকিব অবশ্য পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। জানালেন এখন সব পরিকল্পনা বিপিএল নিয়ে।
শুক্রবার একটি বাণিজ্যিক অনুষ্ঠানে সাকিবকে প্রশ্ন করা হয়, আপনি নাকি শ্রীলংকা সিরিজে ছুটি চেয়েছেন? জবাবে এই বাঁ-হাতি অলরাউন্ডার বলেন, ‘কে বলেছে আপনাকে?’
এরপর তিনি বলেন, ‘গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর তা না হলে আপনি খুঁজে দেখেন কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কি বলেছি কাউকে? কোথায় শুনেছেন? আশপাশের কে, যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন।’
আগামী ১ মার্চ আসবে শ্রীলংকা। সেদিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। বাংলাদেশ সফরে সিলেট ও চট্টগ্রামে তিনটি করে টি ২০ ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলংকা।