দৈ. কি.ডেস্ক : সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক এক কোটি ২২ লাখ ২৩ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব পণ্য মধ্যে রয়েছে শাড়ী, মোবাইল ডিসপ্লে এবং কসমেটিকস।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় একটি বিশেষ অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশী করে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের শাড়ী ১২০ পিস, মোবাইল ফোনের ডিসপ্লে- ১ হাজার ৫৭৬ পিস এবং ভারতীয় কসমেটিকস সামগ্রী ৩ হাজার ৮ পিস।
জব্দ করা পণ্য বিজিবির হেফাজতে রয়েছে। পরে তা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।