ঢাকা৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

সরারচর স্টেশন থেকে ১১৫ টিকিটসহ ৩ কালোবাজারি আটক

admin
জুলাই ৮, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে সরারচর রেলস্টেশন থেকে ১১৫ টিকিটসহ ৩ কালোবাজারি আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে জেলার বাজিতপুর উপজেলায় সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করে রেলওয়ে-পুলিশ। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক তিন কালোবাজারি হলেন—উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), একই এলাকার দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)।

আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫ টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কিবোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এবিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এস পি) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে টিকিট সংগ্রহ করতো। তারা ফেসবুক পেজে বিভিন্ন তারিখ ও গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতো। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়ারেরা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে টিকিটের ছবি সরবরাহ করতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।