নিজস্ব প্রতিবেদক
সারাদেশে সকাল-সন্ধ্যা হারতাল ডেকে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিপল গেট তালাবদ্ধ। আশপাশের এলাকায় দলটির কোনো নেতার উপস্থিতি নেই।
মহাসমাবেশকে কেন্দ্রে করে সহিংসতার পর রোববার হরতাল ডাকে বিএনপি। রাজধানীতে কয়েকটি স্থানে দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিলেও হরতালের সমর্থনে মিছিল নেই। সকাল থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা এর আশপাশের এলাকায় দলটির কোনো নেতার উপস্থিতি নেই। কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিপল গেটেও তালা দেওয়া রয়েছে।
নয়াপল্টন এলাকা পুরোপুরি পুলিশের দখলে। বিএনপি কার্যালয়ের সামনের অংশটুকু ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।