দৈ. কি.ডেস্ক :ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার জন্য হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
মালদাহ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি মালদাহ হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই ধোঁয়া বের হতে শুরু করে। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। দ্রুত হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট। দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম।