ঢাকা১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬ ব্যাংক থেকে ৯৫ হাজার কোটি সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ ও সহযোগীরা

admin
আগস্ট ২৪, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা প্রাথমিকভাবে বিভিন্ন ব্যাংকের শেয়ার কিনে পরিচালনা পর্ষদে নিজের লোকজন বসিয়ে, তারপর নিয়ম-নীতি ভেঙে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে। এই প্রক্রিয়ায় তারা ছয়টি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা সরিয়েছে, যা ব্যাংক লুটের নতুন কৌশল হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই তারা ৭৫ হাজার কোটি টাকা নিয়েছে। সরকারি জনতা ব্যাংক থেকেও তারা সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এছাড়া সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকেও কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এস আলম গ্রুপের এই কাজগুলি করতে সক্ষম হয়েছিল কারণ তারা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে নিজেদের লোক বসিয়েছিল, যারা ঋণ পাশ করাতে সহায়তা করেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, এস আলম গ্রুপের এসব কার্যকলাপে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। সাবেক দুই গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তাও এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এই বিশাল পরিমাণ ঋণের বেশিরভাগই অনিয়মের মাধ্যমে নেয়া হয়েছে, যা ফেরত আসার সম্ভাবনা কম। এই অর্থ ফেরত না আসলে ব্যাংকগুলোর মূলধন ও লাভের ওপর চাপ পড়বে এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণ সামনে আসবে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।