দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১১ মে) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শাহপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম ডালিম মিয়া (২৮)। তিনি একই এলাকার খুরশিদ মিয়ার ছেলে এবং দিঘিরপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।
কিশোরগঞ্জ পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালান এসআই মোবারক হোসেন। এসময় ডালিম মিয়া গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপুর চেঙ্গাহাটিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।