বাংলাদেশ পুলিশের ২৭৩ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ২৭৩ জন কর্মকর্তা।
সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৯৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন আরও ২৮ জন কর্মকর্তা।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে । এ পদোন্নতির মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্মপরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যোগ্যতা, কর্মদক্ষতা এবং সিনিয়রিটির ভিত্তিতে এই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










