কিশোরগঞ্জ-০১ নির্বাচনী আসনে লিফলেট বিতরণ ও মহড়া
‘দেশের চাবি আপনার হাতে’— এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু করেছে সরকার।
তবে নির্বাচনের প্রকৃত আমেজ সৃষ্টি হয় সোমবার (৩ নভেম্বর) বিকেলে, যখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন ঘোষণা করে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। গুলশানের এই ঘোষণার পর সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
সংবাদ সম্মেলনে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দুটি আসনে— কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-০৫ (নিকলী-বাজিতপুর)— মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ও নিজেদের পছন্দের প্রার্থীর নামে লিফলেট বিতরণ ও মহড়া করেন।
কিশোরগঞ্জ-হোসেনপুরের জনপ্রিয় নেতা, আওয়ামী ফ্যাসিস্ট আমলে রাজপথে আন্দোলনকারী, বারবার কারানির্যাতিত সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল–এর সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ হয় ও বিশাল নির্বাচনী মহড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
মহড়া-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ভিপি সোহেল বলেন, দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার সাথেই আছি। আমরা ধানের শীষের সাথে আছি এবং থাকব। তিনি আরও বলেন, দল অবশ্যই তাদের ওপর আস্থা রাখবে যারা বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে মহাপরিকল্পনায় আমরা আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামও সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল মহড়ার মাধ্যমে এলাকায় প্রচারণা চালান। মহড়ায় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।










