নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একতার মিয়া (৫০) নামে একজন নিহত ও পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তরপাড়ার এ ঘটনা ঘটে।
নিহত একতার মিয়া উত্তরপাড়া গ্রামের ছমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আনোয়ার চেয়ারম্যানের এক ভাই ও মুক্তার খার এক বিয়াই ইতালিতে থাকেন। সম্প্রতি টাকার দেনা পাওনা নিয়ে ইতালিতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষের উদ্রেক হলে পুলিশ ও স্থানীয়রা মিটিয়ে দেন।
কিন্তু শুক্রবার বিকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একতার মিয়া বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় । এছাড়া তিন পুলিশসহ উভয়পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।