দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাসের হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ।
এ বছর জেলায় ৪৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারমধ্যে জেলার পাকুন্দিয়া উপজেলা চরফরাদী ইউনিয়নের চরতেরোটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সবাই ফেল করেছে।
জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় এবার ৪৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ হাজার ৬৮৬ শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ২৯ হাজার ৯২১জন শিক্ষার্থী পাস করে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৩৬জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ। আর ফেল করেছে ৮ হাজার ৭৬৫ জন।
চরতেরোটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, এবার চরতেরোটেকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ৮ জন মানবিক ও ব্যবসায়ীক বিভাগে একজন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই ফেল করেছে। তবে গতবারের ফলাফল ভালো ছিল বলেও জানান তিনি।