অনলাইন ডেস্ক:কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা মো. সবুজ মিয়া (৪৫)।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হন। এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।