দৈ. কি.ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোরচক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার সাখাওয়ালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তসলিম হোসেন (৪২), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৪৫), যশোর জেলার চৌগাছা উপজেলার শুলয়া বাজার গ্রামের শ্রী প্রহল্লাদের ছেলে স্বপন কুমার (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার খোলামেলা মডেল টাউন এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে ট্রাকযোগে পালিয়ে যাওয়ার সময় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।