বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

আমাদের সম্পর্কে

বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম দৈনিক কিশোরগঞ্জ সত্য, নির্ভুলতা ও প্রাসঙ্গিকতার পথে এক নতুন প্রতিশ্রুতি।
আমরা বিশ্বাস করি—সংবাদ শুধু তথ্য নয়, এটি সমাজ, সময় ও সত্যের গভীরে পৌঁছানোর এক নিরন্তর অনুসন্ধান।

কিশোরগঞ্জের হৃদয়ে দাঁড়িয়ে, আমরা তুলে ধরি বাংলাদেশের প্রতিটি প্রান্তের বাস্তব চিত্র— মানুষের গল্প, সামাজিক পরিবর্তন, সংস্কৃতি, রাজনীতি ও উন্নয়নের অনুচ্চারিত দিকগুলো।
আমাদের লক্ষ্য স্পষ্ট: অদেখাকে দেখানো, অজানাকে জানানো এবং সত্যকে উন্মোচন করা

দৈনিক কিশোরগঞ্জের সঙ্গে আছেন একদল তরুণ, উদ্যমী ও পেশাদার সংবাদকর্মী, যাঁরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন নির্ভুল, নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার চেতনায়। তাঁদের পাশে রয়েছেন অভিজ্ঞ সম্পাদকীয় পরামর্শকগণ, যাঁদের দিকনির্দেশনায় প্রতিটি সংবাদ হয়ে ওঠে আরও প্রামাণ্য ও গভীরতর।

আমরা জানি—একটি সত্য সংবাদ শুধু আলো ছড়ায় না, এটি পরিবর্তনের পথও দেখায়।
তাই প্রতিটি প্রতিবেদনে আমরা রাখি একটাই অঙ্গীকার—
উন্মোচনের অঙ্গীকারে একধাপ এগিয়ে

দৈনিক কিশোরগঞ্জ— কিশোরগঞ্জের কণ্ঠ, সময়ের দলিল এবং নির্ভরযোগ্য সংবাদসঙ্গী।