স্লোগান বন্ধে ইউএনওর নির্দেশ, হোসেনপুরে বিএনপির ক্ষোভ
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্লোগান দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা রাগান্বিত কণ্ঠে নিষেধাজ্ঞা আরোপ করলে বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরুর আগে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জি এস আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজনসহ বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা উচ্চ কণ্ঠে স্লোগান বন্ধ করতে নির্দেশ দেন।
এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং ইউএনওর আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যা দেন। তারা ইউএনও কাজী নাহিদ ইভাকে ‘ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে তার প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এস আবুল হাসিম সবুজ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এর আগেও বিভিন্ন জাতীয় দিবসে একই মাঠে স্লোগান দেওয়া হয়েছে। কখনো কোনো ইউএনও এতে বাধা দেননি। আজকের আচরণ অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা অবিলম্বে তার প্রত্যাহার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কোনো মন্তব্য করতে রাজি হননি।










