হোসেনপুরে মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রাননাশের হুমকি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ধুলজুরি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হেলাল গংরা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের ১.৮৮ শতাংশ পুকুর দখলসহ পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, হেলাল গংরা জোরপূর্বক তার পুকুর থেকে মাছ চুরি ও লুটপাট করে। প্রতিবাদ করার পর হেলাল গংরা তার ও পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিয়েছে।
এ ঘটনায় হেলাল গংদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ৫১৭(১)২০২৪ নং মামলা করা হয়েছে। এছাড়া ২০ ফেব্রুয়ারি হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি নং ৮৮৩ দায়ের করা হয়। এর আগে, ১৯৯৪ সালে শামসুদ্দিন মাষ্টারের ছেলে শাকিলও হেলাল গংদের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগে মামলা (নং ৫৫(১)৯৪) দায়ের করেন। উক্ত মামলায় হেলাল গংরা হাজতে (জেল)ও ছিলেন।
বর্তমানেও হেলাল গংরা স্থানীয় কিছু লোককে নিয়ে একটি সিন্ডিকেট গঠন করে মুক্তিযোদ্ধার জমি ও পুকুর দখল, মাছ চুরি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হেলাল গংরা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তারপরও তারা প্রকাশ্যে অপকর্ম চালিয়ে আসছে এবং এখনও আইনের আওতায় আসে নি।
রফিকুল ইসলাম বলেন, “আমি আমার খরিদকৃত জমিতে যেতে পারছি না, তাদের হুমকির কারণে। হেলাল গংরা আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সেনা ক্যাম্পে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কোর্টেও তারা মিথ্যা মামলা দায়ের করেছে, যা প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে হেলাল গংরা আমাকে এবং আমার পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। হেলাল গংদের অপকর্মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।”










