কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
সোমবার (২২ ডিসেম্বর) সকালে মুজিবুল হক চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এর অংশ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়।
কিশোরগঞ্জ-৩ আসন থেকে মুজিবুল হক চুন্নু ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রী এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।







