প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি–২০২৫” তাড়াইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা জনাব বিকাশ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ সাইফুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনায়েত হোসেন মহাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল শাখার ব্যবস্থাপক জনাব অসীম চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন তাড়াইল উপজেলার সিনিয়র অফিসার মোহাম্মদ জুবাইয়া পুলক। পরে অতিথিদের পরিচয় ও বক্তব্য উপস্থাপন করা হয়।
বক্তারা বলেন, কৃষি ও পল্লী খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে পূবালী ব্যাংক পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকাশ্যে ঋণ বিতরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
আলোচনা শেষে ১২ জন কৃষককে ২ লক্ষ টাকা করে পে অর্ডার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







