হেলিকপ্টারে চড়ে বউ আনলেন প্রবাসী শফিকুল, মায়ের ইচ্ছা পূরণ
মায়ের ইচ্ছা ছিল, ছেলে বিয়ে করতে হেলিকপ্টারে যাবে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শেখ শফিকুল ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বর রওনা দেন কনের বাড়িতে। বিকেল চারটার দিকে বিয়ের সব আয়োজন শেষ করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন।
হেলিকপ্টারে চড়ে আসা নবদম্পতিকে দেখতে স্থানীয় লোকজন মাঠে ভিড় করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ইতালি প্রবাসী শফিকুল উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত মীর বক্সের ছোট ছেলে ও নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ ইন্সপেক্টর (আর আই) তাজুল ইসলামের ছোট ভাই। ইতালিতে একটি কোম্পানিতে চাকরি করেন শফিকুল। সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। পারিবারিকভাবে তাঁকে বিয়ে করানো হয়।
শফিকুলের শুভ বিবাহ সম্পন্ন হয় উপজেলার হোকলা কান্দি গ্রামের উসমান গনি (বাবুল মেম্বার)-এর মেয়ে সানজিদা সুলতানা রাফির সঙ্গে। বর শফিকুল জানান, “আমার মায়ের ইচ্ছা পূরণে পরিবারের সদস্যরা আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাচ্ছে।”
বর আরো বলেন, “বিশেষ করে আমার বড় ভাই পুলিশ ইন্সপেক্টর তাজুল ইসলাম মায়ের ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারসহ বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।” পুলিশ ইন্সপেক্টর তাজুল ইসলাম বলেন, “ভাই-বোনের মধ্যে শফিকুল সবার আদরের ছোট ভাই। অসুস্থ বৃদ্ধা মায়ের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে করে ছোট ভাইয়ের বউ আনা হয়েছে। আমরা নিজ এলাকা ও দেশবাসীর কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছি।”







