হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস আর নেই
হোসেনপুর উপজেলা সদর ঢেকিয়া গ্রামের বাসিন্দা, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির প্রচার সম্পাদক এবং হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস (৬৪) আর নেই।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সাবেক সাধারণ সম্পাদক ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের সভাপতি নরেশ চন্দ্র মোদক, শ্রী শ্রী ভারত ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বণিক, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বণিক তাপস।
এ ছাড়া হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদ ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মরহুম কালি প্রসাদ দাসের শেষকৃত্য অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩টায় শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের শ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে।







