কিশোরগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক গ্রেপ্তার
সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ভুবিরচর, যশোদল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহীদ মিয়া (৪০)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৪(০৩)২০ খ্রি., জিআর নং-৯৮(২)২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী ২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ৮,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত। শহীদ মিয়া যশোদল নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম তাজুল ইসলাম।
একই দিন দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে র্যাবের অপর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন বীর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরেকটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আরমান (২৭)-কে গ্রেপ্তার করে। তিনি সদর থানার মামলা নং-৪১(১০)২২ খ্রি., জিআর নং-৫০০(২)২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী ২ (দুই) বছরের কারাদণ্ডে দণ্ডিত। তার পিতার নাম মো. ফরিদ মিয়া এবং তিনি বীর দামপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৪ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকবিরোধী অভিযান জোরদার রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







