নেতাকর্মীরা সৎ ও নামাজি হলে দেশের এই অবস্থা হতো না: মাসুদ হিলালী
কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির নেতৃত্বাধীন সাবেক চার দলীয় ঐক্যজোটের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী বলেছেন,
“আজ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সৎ ও নামাজি হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না।”
তিনি বলেন, “আমি ৫০ বছর এই দল করেছি। আমার বাড়ি-ঘরের কোনো উন্নতি হয়নি। অথচ আজ যারা বড় বড় কথা বলেন, তারা তখন কোথায় ছিলেন? শুধু সমালোচনা করবেন না।”
শনিবার (১০ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় এই প্রবীণ রাজনীতিবিদের নিজ বাসভবন সংলগ্ন স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ হিলালী আরও বলেন, “আল্লাহ সব দেখেন, সব শোনেন। সামান্য অন্যায়ের জন্যই আল্লাহ কাউকে ছেড়ে দেন না। ৮-১০ দিনের মধ্যে কীভাবে এক সময়ের শক্ত শাসকের পতন হলো, সবাই দেখেছে। সেদিন ছাত্ররা জেগেছিল বলেই পরিবর্তন এসেছে।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাকে কোন কমিটিতে রাখেনি—এমনকি জেলা সম্মেলনও দাওয়াত দেওয়া হয়নি। তখন আমি ভেবেছি, এটা কি এমন কোনো দল—যেটা না করলে আমি মারা যাব? তাই দূরে সরে গিয়েছিলাম। কিন্তু এখনকার কিছু নেতা যেভাবে হুংকার দেন, তাদের সতর্ক করে বলতে চাই—আমাকে দেয়ালে ঠেকাবেন না।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হামিদ। মোনাজাতে তার জীবনের ভুলত্রুটি ক্ষমা, জান্নাতুল ফেরদৌস নসিব, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া, যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ সুমন, সহ-সভাপতি সোয়েব সাদেকিন বাপ্পি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহসানুল হক রাফি, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রহমান সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত প্রবীণ রাজনীতিবিদ মাসুদ হিলালী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কিশোরগঞ্জ-০১(কিশোরগঞ্জ-হোসেনপুর) হতে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোয়ারের সময় সরাসরি বিরোধিতা করার অভিযোগে অভিযুক্ত জনাব মাজহারুল ইসলামের দলীয় মনোনয়নের বিরোধিতায় কিশোরগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের আন্দোলনের নেতৃত্বে থাকা এই নেতা দলের স্বিদ্ধান্ত পুনঃবিবেচনার আশায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। মোট চার নেতার স্বতন্ত্র মনোনয়নের মধ্যে একমাত্র সাবেক এই সাংসদের মনোনয়ন এখন পর্যন্ত বৈধতা পেয়েছে, অন্যদের আপীল আবেদন নির্বাচন কমিশনে শুনানির অপেক্ষায় রয়েছে।










