শুক্রবার বিএনপির দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত, অভিযোগ দায়ের
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী পারুল উলুম কুদরী মাদ্রাসা মাঠে সংঘটিত হয়।
আহত ব্যক্তি আলমগীর (৪০), পিতা—মৃত আবু কাসেম, সাং—উত্তর লোহাজুরী (কুঁড়েরপাড়)। তিনি কটিয়াদী বাজারের একজন ব্যবসায়ী এবং কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিতে গেলে দিদারুল ইসলাম দেলূ (২৪), মোঃ কাইয়ুম (৩৭) ও মোঃ কাউছার মিয়া (৩২)-এর নেতৃত্বে ১৪–১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা রামদা, ছোরা, লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে আলমগীরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় আহত আলমগীর বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, “অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সঠিক প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”










