কটিয়াদীতে ৪১০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ বসতবাড়িতে চাষযোগ্য ও মাঠের শীতকালীন শাকসবজির বীজ দেওয়া হয়।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, কটিয়াদী পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৪১০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রণোদনা সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনে ভূমিকা রাখবে।”