স্বজনদের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’
কিশোরগঞ্জে বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জ শহরের বেসরকারি সিটিল্যাব হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত নবজাতকের মা তামান্না আক্তার (২০) প্রথমবারের মতো সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন।
পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় বিলম্ব ও অনুমতি ছাড়া অস্ত্রোপচার করায় শিশুর মৃত্যু হয়েছে। তারা দাবি করেছেন, “এটি সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।”
প্রতিবেশী ও স্বজনদের তথ্যানুযায়ী, তামান্না আক্তার প্রসব বেদনা শুরু করলে প্রথমে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক না থাকায় সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সিটিল্যাব হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা না দিয়ে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আনুমানিক দুপুর ১টার দিকে সিজারিয়ান অপারেশন করা হয়। আধাঘণ্টা পর চিকিৎসক জানান, শিশু গুরুতর অবস্থায় আছে এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করতে হবে। পরে সদর হাসপাতালে নেওয়ার পর জানা যায়, শিশু অনেক আগে মারা গেছে।
নবজাতকের বাবা নাজমুল অভিযোগ করেছেন, “আমার অনুমতি বা পরিবারের কাউকে না জানিয়ে অপারেশন করা হয়েছে। স্বাক্ষর জাল করে অনুমতি দেখানো হয়েছে। আমার প্রথম সন্তানকে তারা অবহেলা ও প্রতারণার মাধ্যমে হত্যা করেছে।”
এ বিষয়ে নবজাতকের মামা হিমেল কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজে জানা গেছে, হাসপাতালের ট্রেড লাইসেন্স ও সিভিল সার্জনের কার্যক্রম অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। লাইসেন্স নবায়ন না করেই হাসপাতাল চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে, যা আইনগতভাবে দণ্ডনীয়। স্থানীয় সচেতন মহল জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।