ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে শত শত তরুণের অংশগ্রহণে ‘ফ্রি ফিলিস্তিন’ পদযাত্রা

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে “ফ্রি ফিলিস্তিন” পদযাত্রা। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা শেষে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।
জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’-এর আয়োজনে আয়োজিত এ পদযাত্রায় চার শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে “ফ্রি, ফ্রি ফিলিস্তিন” স্লোগানে মুখরিত করে তোলেন পাকুন্দিয়ার সড়ক।
পদযাত্রার নেতৃত্ব দেন ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর ও অ্যাডমিন এস এম রায়হান। তিনি বলেন,
“ফিলিস্তিন কোনো দেশের নামমাত্র নয়, এটি ন্যায়ের সংগ্রামের প্রতীক। নিরস্ত্র মানুষের ওপর আগ্রাসন চালিয়ে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। পাকুন্দিয়ার তরুণরা এই পদযাত্রার মাধ্যমে জানাতে চায়—মানবতার পক্ষে আমরা এক, নিপীড়নের বিপক্ষে আমরা এক। আমাদের কণ্ঠ ছোট হতে পারে, কিন্তু প্রতিবাদের বার্তা থেমে থাকবে না। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো।”
উল্লেখ্য, পাকুন্দিয়ার ইতিহাসে এটি অন্যতম বৃহৎ জনসমাবেশভিত্তিক ফ্রি ফিলিস্তিন সংহতি পদযাত্রা হিসেবে দেখা যায়।