কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কাউছার মিয়া (২৬) নামে এক যুবক। শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
নিহত কাউছার মিয়া কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের প্রেমারচর গ্রামের মো. চাঁন মিয়ার একমাত্র পুত্র। তিনি সদ্য বিবাহিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নিজ বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুন আনতে গিয়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তাঁর সারা শরীর পুড়ে যায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।