ঢাকা বিভাগে থাকার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি।
রোববার (১২ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে “সাধারণ ছাত্র-জনতা” ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, কিশোরগঞ্জ ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং প্রশাসনিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ময়মনসিংহের সঙ্গে জেলার যোগাযোগ সীমিত হওয়ায় সেখানে অন্তর্ভুক্তির প্রস্তাব অযৌক্তিক ও জনবিচ্ছিন্ন। তারা বলেন, “কিশোরগঞ্জের মানুষ ঢাকা বিভাগের অংশ হিসেবেই থাকতে চায়—এটাই আমাদের দাবি।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে আলাদা করার চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাতসহ অন্য নেতৃবৃন্দ।